আগরতলা, ৩০ মে: তিপরা মথার শাসনকালে জনজাতি উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করে নি। তাঁরা শুধুমাত্র মানুষের ভাবাবেগ নিয়ে রাজনীতি করেছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে তিপরা মথার বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন ত্রিপুরা আদিবাসী কংগ্রেসের নেতৃত্বরা।
রাজ্য আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান বলেন, তিপরা মথা সরকার আদিবাসী অঞ্চলে কোনও বাস্তব উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। তারা শুধুমাত্র মানুষের আবেগ নিয়ে রাজনীতি করেছে। তিনি অবিলম্বে এডিসি এলাকায় কর্মসংস্থান ও উন্নয়ন সংক্রান্ত কাজের তথ্য নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তাঁর অভিযোগ, উন্নয়নের নামে জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছে। তিনি দাবি করেন, ত্রিপুরায় আদিবাসীদের প্রকৃত উন্নয়নের জন্য ঐতিহাসিকভাবে কেবলমাত্র কংগ্রেস কাজ করেছে। আদিবাসীদের প্রকৃত উন্নয়নের প্রতিশ্রুতি যদি কেউ রেখেছে, তা কেবল কংগ্রেস।

