মণিপুর: কানপোকপি জেলায় ধস, এনএইচ-৩৭-এ যান চলাচলে বড় বাধা

ইমফল, ৩০ মে: টানা দুই দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে মণিপুরের কানপোকপি জেলায় এনএইচ-৩৭ সড়কে একাধিক স্থানে নতুন করে ধস দেখা দিয়েছে, যার ফলে ওই অঞ্চলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

সর্বশেষ ধসটি আজ সকালে কে. সিনাম এবং সেহজাং গ্রামের মাঝখানে, নুংডোলান-এর কাছে ঘটে। ক্ষতিগ্রস্ত অংশটি জাতীয় সড়ক-৩৭-এর আওতায়, যা ওই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যাতায়াত পথ। রাস্তা পরিষ্কারের কাজে নিয়োজিত রয়েছে ‘গণপতি কোম্পানি’, যারা খারাপ আবহাওয়া সত্ত্বেও ধসের ধ্বংসাবশেষ সরিয়ে স্বাভাবিক যান চলাচল ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে।