আগরতলা, ২৯ মে: সম্প্রতি গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তবে, সেই সময় জেলাশাসক তাঁর সঙ্গে দেখা না করায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে তিপ্রা মথার প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন এবং গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেন।
আজ, বুধবার মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মুখ্য সচিব ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন। উভয় পক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রশাসনের সঙ্গে জননেতাদের সমন্বয় রক্ষায় সরকার সবসময় সচেষ্ট। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি পুনরায় না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে জেলাশাসকের সাক্ষাৎ না হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিরোধী মহল থেকেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই বিতর্ক কতদূর গড়ায় এবং সরকার এর পরিপ্রেক্ষিতেই কী পদক্ষেপ গ্রহণ করে, তারই অপেক্ষায় রাজ্যবাসী।

