গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি

আগরতলা, ২৮ মে : গভমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা রামনগর জোনের দশম বার্ষিক সাধারণ সভা আজ আগরতলার উজ্জয়ন্ত মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই সাধারণ সভার মূল প্রেক্ষাপট তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক বাদল বৈদ্য জানিয়েছেন ২৩ দফা দাবির ভিত্তিতে সংগঠন লড়াই আন্দোলন জারি রেখেছে।

এদিনের সাধারণ সভায় জোনের পাঁচজন প্রবীণতম সদস্যকে সংবর্ধনা জ্ঞাপণ করা হয়েছে। তাঁরা হলেন সুজিত রঞ্জন দত্ত, সতীশ চন্দ্র ঘোষ, নীহারেন্দু মজুমদার,শিপ্রা মুখার্জী ও অর্চনা চৌধুরী।ঐ সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবেজি পি এ টি’র সাধারণ সম্পাদক বাদল বৈদ্য ,অন্যতম সহ সভাপতি হারান মজুমদার এবং অন্যতম সম্পাদক মধুসূদন চক্রবর্তী, প্রচার সম্পাদক ও মুখপত্র ‘প্রবীণ ‘-এর সম্পাদক প্রবীর সরকার জি পি এ টি কেন্দ্রিয় কমিটির পক্ষে উপস্হিত ছিলেন।