আগরতলা, ২৮ মে : মাওবাদীর ইতিহাস জানে না নব্য বিজেপির নেতারা। তৎকালীন সময়ে ছত্তিসগড়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নকশালপন্থীদের ব্যবহার করেছিল ভারতীয় জনতা পার্টি। আজ তাঁরা সাধু সাজার চেষ্টা করছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
এদিন তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে নকশালপন্থীদের দ্বারা অতিষ্ঠ হয়ে পড়ে ছত্তিসগড়বাসী। এই নকশালপন্থীদের প্রথম শিকার হয়েছে ওই রাজ্যের বামপন্থীরা। তেমনি, সন্ত্রাসবাদীদের ছত্তিসগড় ছাড়াও উপদ্রবের শিকার উত্তরপূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্য। সবকিছু জানার পর এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা সাধু সাজার চেষ্টা করছেন।
তাঁর কথায়, বিগত দিনে ছত্তিসগড়ের কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য ভারতীয় জনতা পার্টি নকশালপন্থীদের সাথে চুক্তি করেছিল। আমি তাঁর প্রত্যক্ষ সাক্ষী রয়েছি বলে দাবি করেন তিনি। তৎকালীম সময়ে তিনি নির্বাচনী প্রচার করতে ছত্তিসগড় গিয়েছিলেন। ওই সময় তাঁকে নির্বাচনী প্রচার না করার জন্য হুমকিও দেওয়া হয়েছিল। কারণ, কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে ওই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে নকশালপন্থীরা চেয়েছিল। বর্তমানে ভারতীয় জনতা পার্টির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নকশালপন্থী। তাই ছত্তিসগড়ে নকশালপন্থীদের দমন করাই বিজেপি সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তেমনি, মণিপুরেও নকশালপন্থীদের সাহায্যে দুই দুই বার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এসেছিল। যার কারণে মণিপুরে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে গিয়েছে।
এদিন তিনি আরও বলেন, দেশ থেকে চিরতরে নকশালপন্থী এবং সন্ত্রাসীদের দমন করা নিয়ে কোনো রাজনৈতিক দলেরই আপত্তি নেই। কিন্তু তৎকালীন সময়ে ছত্তিসগড়ে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নকশালপন্থীদের ব্যবহার করেছিল ভারতীয় জনতা পার্টি। আজ তাঁরা সাধু সাজার চেষ্টা করছেন।

