আগরতলা, ২৮ মে : রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছে এক গৃহবধূ। সহধর্মীনিকে খুঁজে পেতে থানায় দারস্ত হলেন স্বামী।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমার বেতাগা সুধাংশু মজুমদার পাড়ার বাসিন্দা আশিষ মজুমদারের সহধর্মীনি অপুরানী সেন মজুমদার বিগত কিছুদিন পূর্বে নিখোঁজ হয়েপরে। এই বিষয়ে পরিবারের পক্ষথেকে শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ জানান। অবশেষ গৃহবধূকে খুঁজে না পেয়ে সংবাদমাধ্যমের দারস্ত হন স্বামী ।
তিনি জানান, এই বিষয়ে উনার শশুর বাড়ীর লোকজনের সঙ্গে কথা বললে জানান তাঁদের মেয়ে নিজের পথ বেছে নিয়েছে। আশিষ মজুমদারকে দ্বিতীয় বিয়ে করে নেওয়ার পরামর্শ প্রদান করেন শ্বশুর বাড়ীর লোকজনেরা। বর্তমান সময়ে ১১ বছরের একটি পুত্রসন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে আশিষ মজুমদার। তাই তিনি চাইছে তাঁর স্ত্রী যেন পুনরায় ঘরে ফিরে আসে।

