রাঁচিতে নৃশংস খুন: স্ত্রী ও দুই সন্তানকে পাথর দিয়ে থেঁতলে হত্যা করে পলাতক স্বামী

রাঁচি, ২৭ মে : ঝাড়খণ্ডের রাঁচি জেলার ম্যাকক্লাস্কিগঞ্জ এলাকার ধূপ বসতিতে এক লোমহর্ষক ত্রয়ী হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তানকে শিলপাটার সাহায্যে নৃশংসভাবে হত্যা করে পলাতক হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রবি লোহার। পারিবারিক বিবাদের জেরে সে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটায়। সে তার শ্বশুরবাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করত।
রবি তাঁর ২৯ বছর বয়সি স্ত্রী রেনু দেবী, ৭ বছর বয়সী ছেলে আরুষ কুমার এবং ৪ বছর বয়সী মেয়ে আরোহী কুমারীকে শিলপাটার আঘাতে হত্যা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
মঙ্গলবার সকালে রক্তাক্ত দেহগুলি ঘরের ভিতর থেকে উদ্ধার হলে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ফরেনসিক দলকে ডেকে আনে। হত্যাকাণ্ডে ব্যবহৃত শিলপাটাটি উদ্ধার করা হয়েছে।
রাঁচি (গ্রামীণ) এলাকার পুলিশ সুপার সুমিত কুমার আগরওয়াল জানিয়েছেন, অভিযুক্ত রবি লোহার এখনও পলাতক। তাঁকে গ্রেফতার করতে তল্লাশি অভিযান চলছে। শীঘ্রই তাকে আটক করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবি মানসিকভাবে অস্থির ও আক্রমণাত্মক প্রকৃতির। মদ্যপ অবস্থায় প্রায়ই ঝগড়া করতেন স্ত্রী ও প্রতিবেশীদের সঙ্গে। সোমবার রাতেও তাঁর বাড়ি থেকে চিৎকার শোনা গিয়েছিল, কিন্তু বাসিন্দারা ভেবেছিলেন আগের মতোই পারিবারিক অশান্তি চলছে, তাই গুরুত্ব দেননি।
এই নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং নিহত শিশুদের অল্প বয়স পুরো এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার করেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তকে ধরার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।