জম্মু-কাশ্মীর থেকে জুনে প্রথম চেরি পণ্যবাহী ট্রেন রওনা দেবে মুম্বইয়ের উদ্দেশ্যে

জম্মু, ২৬ মে – জম্মু-কাশ্মীর থেকে উৎপাদিত চেরি প্রথমবারের মতো রেলপথে মুম্বইয়ে পাঠানো হবে। আগামী ৩ জুন কাটরা রেলওয়ে স্টেশন থেকে মুম্বইয়ের বান্দ্রা টার্মিনাস পর্যন্ত একটি বিশেষ পণ্যবাহী ট্রেন যাত্রা শুরু করবে, যা ২৪ টন চেরি পরিবহন করবে।

এই পদক্ষেপটি দ্রুত পচনশীল ফলমূল যেমন চেরি, কম ক্ষতির সঙ্গে ও সময়মতো বাজারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। জম্মু রেলওয়ে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাগানবাড়ি পণ্য সরবরাহে গতি আনতে এবং ফল উৎপাদনকারীদের লাভবান করতে এই সেবা চালু করা হচ্ছে।

উত্তর রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ঊচিত সিংঘল জানান, “এই উদ্যোগ শুধু রেলওয়ের জন্য নয়, ফল উৎপাদকদের জন্যও লাভজনক হবে। চেরির মতো নরম ও পচনশীল ফল ট্রেনের মাধ্যমে নিরাপদে ও দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবে।”

এই পরিকল্পনা কার্যকর করতে জম্মু-কাশ্মীরের বাগান বিভাগ এবং ফল উৎপাদক সংঘের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এই প্রকল্প সফল হলে ভবিষ্যতে আরও বিভিন্ন কৃষিপণ্য দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।