নয়াদিল্লি, ২৬ মে : দেশের সর্বোচ্চ আদালতে নতুন বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট কলেজিয়াম সোমবার কেন্দ্রের কাছে তিন বিচারপতির নাম সুপারিশ করেছে। কলেজিয়ামের নেতৃত্বে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই।
কলেজিয়ামের সুপারিশপ্রাপ্ত বিচারপতিরা হলেন, বর্তমানে কর্ণাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এন.ভি. অঞ্জারিয়া, গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাই কোর্টের বিচারপতি অতুল এস. চন্দুরকর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩১ জন, যেখানে সর্বোচ্চ অনুমোদিত সংখ্যা ৩৪। বিচারপতি বেলা এম. ত্রিবেদী আগামী ৯ জুন অবসর নেবেন। ফলে আরও একটি পদ শূন্য হবে।
বিচারপতি অঞ্জারিয়া ২০১১ সালের নভেম্বর মাসে গুজরাট হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে স্থায়ী বিচারপতি হন এবং ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি কর্ণাটক হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
বিচারপতি বিজয় বিষ্ণোই ২০১৩ সালের জানুয়ারিতে রাজস্থান হাই কোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০১৫ সালের জানুয়ারিতে স্থায়ী বিচারপতি হন। বর্তমানে গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারপতি অতুল চন্দুরকর ৭ এপ্রিল, ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের জুন মাসে বম্বে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
বর্তমান মেমোরান্ডাম অব প্রসিডিউর অনুযায়ী, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের চারজন প্রবীণ বিচারপতির সমন্বয়ে গঠিত কলেজিয়াম কেন্দ্রীয় সরকারকে শীর্ষ আদালতের শূন্যপদ পূরণের জন্য সুপারিশ পাঠায়। এরপর আইন ও বিচার মন্ত্রক সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে। সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন ও বিচার মন্ত্রক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করে। এই সুপারিশ গৃহীত হলে সুপ্রিম কোর্টে বিচারপতিদের সংখ্যা ৩৪-এ পৌঁছাতে এক ধাপ এগোবে। যা বর্তমানে তিনজন কমে ৩১ রয়েছে।

