সময়ের আগেই বর্ষা ঢুকল ত্রিপুরায়

আগরতলা, ২৬ মে: আজ ত্রিপুরায় বর্ষা ঢুকেছে। নির্দিষ্ট সময়ের প্রায় ১০ দিন আগে প্রবেশ করেছে বর্ষা। মৌসম বিভাগ এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে। এর প্রভাবে গত ২৪ ঘন্টায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের পরিলক্ষিত হয়েছে ।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্বাভাবিক সময়ের ১০ দিন আগে তা প্রবেশ করেছে। গত বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৩০ মে ত্রিপুরায় প্রবেশ করেছে। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।