উদয়পুর, ২৫ মে: দীর্ঘদিন ধরেই উদয়পুরের রাইয়াবাড়ি এলাকায় নিয়মিতভাবে রাবার গাছ সহ নানা ফল ও সবজি গাছ নষ্ট হওয়ার ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কে বা কারা পরিকল্পিতভাবে কয়েকদিন অন্তর অন্তর এসব গাছ নষ্ট করে দিচ্ছে। বিষয়টি নিয়ে পূর্বেও একাধিকবার উত্তেজনা ও ঝামেলার সৃষ্টি হয়েছে এলাকায়।
সম্প্রতি রাইয়াবাড়ি ও পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবেশ রক্ষায় কাজ করা ‘সবুজ সংকেত বন কমিটি’ বনদপ্তরের আধিকারিকদের কাছে আবেদন করে কিছু গাছের চারা দেওয়ার জন্য। সেই আবেদনের ভিত্তিতে বনদপ্তর কমিটিকে কয়েক হাজার চারা গাছ সরবরাহ করে। পরে কমিটির সদস্যরা এলাকায় সেই চারা গাছগুলো রোপণ করেন।
কিন্তু, অভিযোগ উঠেছে যে, বহিরাগত কিছু দুস্কৃতি ব্যক্তি ওই গাছগুলোর বড় অংশ কেটে ফেলেছে। সবুজ সংকেত বন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় আট হাজার গাছ ইতিমধ্যেই কেটে ফেলা হয়েছে। ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের অবিলম্বে শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকায় উত্তেজনা ছড়ানো এড়াতে স্থানীয় প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর এই উদ্যোগে যারা বাধা দিচ্ছে, তাদের কঠোরভাবে দমন করা হোক, না হলে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও চলতেই থাকবে।

