আগরতলা, ২৪ মে: সাত সকালে জাতীয় সড়কের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন এক জনজাতি রমনী। সাথে সাথে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুলাই হাসপাতালে নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, তার মাথায় ও বুকে গুরুতর আঘাত লাগে।
আহত নিবিতা দেববর্মার আত্মীয় জানান, সকালে নিবিতা দেববর্মা দুর্গা চৌমুহনী বাড়ি থেকে পায়ে হেঁটে নিজের রাবার বাগানে কাজের জন্য যাচ্ছিলেন। এমন সময় আগরতলা থেকে দ্রুত গতিতে আসা একটি ১২ চাকার খালি লরি নিবিতা দেববর্মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নাকা পয়েন্ট ডিউটিরত পুলিশ লড়িটি আটক করে। দমকল কর্মীদের খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জনজাতি রমনীকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েছে। এলাকার উত্তেজিত জনতা লড়িটি ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

