অসম: শিলচরে ৩.১১ কোটির হেরোইন বাজেয়াপ্ত, একজন গ্রেফতার

শিলচর, ২৩ মে: বড়সড় মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশ শিলচরের কাছে অভিযান চালিয়ে ৬২২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে, যার বাজারমূল্য প্রায় ₹৩.১১ কোটি। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে একজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

এই অভিযান ‘অসম অ্যাগেইনস্ট ড্রাগস’ অভিযানের অংশ, যার লক্ষ্য রাজ্যজুড়ে মাদকের উপদ্রব দমন করা।

পুলিশ জানিয়েছে, মাদক চক্রের বিরুদ্ধে এমন তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।