অপারেশন সিন্দুর নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপির

নয়াদিল্লি, ২১ মে: অপারেশন সিন্দুর সংক্রান্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আজ তাঁর মন্তব্যকে ‘আপত্তিকর’ এবং ‘সশস্ত্র বাহিনীর প্রতি অবমাননাকর’ বলে কড়া ভাষায় নিন্দা করেছে।

বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “মল্লিকার্জুন খাড়গের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। এটি শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভুল নয়, বরং এটি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর মনোবলে আঘাত হানে।” তিনি আরও দাবি করেন যে, কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী অতীতেও এ ধরনের মন্তব্য করে এসেছেন।

উল্লেখ্য, গতকাল কর্নাটকের এক অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে কিছু মন্তব্য করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, এসব মন্তব্য দেশের সুরক্ষা ব্যবস্থাকে হেয় করার শামিল।