জ্বালানি নিরাপত্তাকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করলেন ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী মনোহর লাল

ব্রাসিলিয়া, ২০ মে — ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস শক্তি সম্মিলন বৈঠকে অংশ নিয়ে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বর্তমান যুগে শক্তি নিরাপত্তাকে অন্যতম গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী মনোহর লাল বৈঠকে ভারতের স্বচ্ছ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্জিত সাফল্যগুলি প্রদর্শন করেন।
মন্ত্রী জানান, গত দশ বছরে ভারত জ্বালানি উৎপাদনের পরিধি বিস্তৃত করেছে, নবায়নযোগ্য শক্তি এবং সবুজ হাইড্রোজেন প্রযুক্তিতে বিপুল অগ্রগতি করেছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করেছে।
তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে দৃঢ় সহযোগিতা অপরিহার্য। এ প্রসঙ্গে মনোহর লাল জ্বালানি দক্ষতা, সবুজ হাইড্রোজেন, পারমাণবিক শক্তি ও জৈব জ্বালানির ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিকে পুনরায় নিশ্চিত করেন।
বৈঠকের সমাপ্তি হয় জ্বালানি নিরাপত্তা জোরদার, জ্বালানির ঘাটতি মোকাবিলা এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারের মাধ্যমে। ব্রিকস জ্বালানি মন্ত্রীরা পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান এবং খোলা, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন আন্তর্জাতিক জ্বালানি বাজারের পক্ষে মত প্রকাশ করেন। এছাড়াও, জ্বালানি বাণিজ্যে স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করার কথাও বলেন।
মন্ত্রীদের তরফে প্রতিটি দেশের নিজস্ব শক্তি রূপান্তর পথ অনুসরণ করার অধিকারকে সমর্থন জানানো হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ব্রিকস সম্মেলনের থিম ছিল: “একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শাসনের জন্য গ্লোবাল সাউথ-এর সহযোগিতা জোরদার করা।”
আগামী ২০২৬ সালে ব্রিকস শক্তি সম্মেলনের পরবর্তী অধিবেশনের আয়োজক দেশ হবে ভারত।