জয়পুর / নয়াদিল্লি, ১৮ মে: রাজস্থানের অধিকাংশ অঞ্চলে চলছে তীব্র গরমের দাপট। তবে রাজ্যের পূর্বাঞ্চলে কিছু এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। ভারতীয় আবহাওয়া দফতরের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় পূর্ব রাজস্থানে কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালরাপাটন (ঝালাওয়াড়) এলাকায় – ২৭ মিলিমিটার।
রাজস্থানের পশ্চিমাঞ্চল এখনো ভুগছে তীব্র গরমে। সর্বোচ্চ তাপমাত্রা গঙ্গানগরে ৪৬.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই-তিন দিনে যোধপুর ও বিকানের বিভাগের সীমান্তবর্তী অঞ্চলে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার গতিতে ধুলিঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিকানের ও শ্রীগঙ্গানগর জেলাগুলিতে ২০ মে পর্যন্ত তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে এবং কোথাও কোথাও লু বইতে পারে। রাজ্যের উত্তরাংশে ১৯ ও ২০ মে বিকেলের পর কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজধানী দিল্লিতে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনজুড়ে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা।
সকাল সাড়ে আটটার সময় বাতাসে আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত দিল্লিতে প্রায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মধ্য দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, মহারানী বাগ এবং ময়ূর বিহারসহ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুযায়ী, রবিবার সকাল ৯টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৩৮, যা ‘মধ্যম’ পর্যায়ে পড়ে। বৃষ্টির কারণে বাতাসে কিছুটা বিশুদ্ধতা এসেছে বলে মনে করা হচ্ছে।

