বিলোনিয়া, ১৮ই মে: সীমান্তবর্তী মুহুরি নদীর উত্তর পাড়ে বর্ষার আগেই জলবন্দি হবার আতঙ্কে দিন কাটাচ্ছে বিলোনিয়া শহর সংলগ্ন এলাকার মানুষজন। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশ সরকার সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতার এক কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করেছে, যেখানে কোনও জল নিঃসরণের পথ রাখা হয়নি। এর ফলে গত শনিবার রাতে মাত্র দুই ঘণ্টার টানা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে সুকান্ত নগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া, বল্লামুখা এলাকা সহ একাধিক গ্রাম।
স্থানীয়রা জানায়, সুকান্ত নগর, নেতাজি সুভাষ চন্দ্র নগর ও ঈশান চন্দ্র নগর পঞ্চায়েতের প্রায় পাঁচ শতাধিক পরিবারের উপর এই জলযন্ত্রণা চেপে বসেছে। বাঁধ তৈরির সময় আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনও ধরনের নির্মাণ কাজ সীমান্ত পিলার থেকে কমপক্ষে ১৫০ গজ দূরে করা বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশ সরকার এই নিয়ম লঙ্ঘন করে কোথাও ৫০ গজ, আবার কোথাও ১০ গজ দূরে এই বাঁধ নির্মাণ করেছে।
এলাকাবাসীর বক্তব্য, তারা বহুবার দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি জানিয়েছে এবং দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বর্তমানে শত শত কানি জমির কৃষিজ ফসল ও পুকুর জলমগ্ন হয়ে পড়েছে।
বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা। ক্ষুব্ধ গ্রামবাসীরা দাবি তুলছেন, বাংলাদেশের তৈরি বাঁধের পুরনো নালার পথ পুনরায় খুলে দেওয়া হোক, অথবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি নতুন নালা নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে সীমান্তবর্তী এই এলাকায় অবিলম্বে সমাধানের পথ না খোঁজা হলে আগামী দিনে তা বড় ধরনের পরিবেশ ও মানবিক সংকটের রূপ নিতে পারে বলেই মনে করছেন স্থানীয় বিশেষজ্ঞরা।
2025-05-18

