ত্রিপুরার লেম্বুছড়ায় তিরঙ্গা যাত্রা রেলি: বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে গর্বিত পদযাত্রা

আগরতলা, ১৭ মে : ত্রিপুরার লেম্বু ছড়া এলাকায় বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা রেলি অনুষ্ঠিত হয়। এই বিশেষ রেলিটি ‘অপারেশন সিঁদুর’ এবং ভারতের সেনাবাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয়। দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠান এলাকাজুড়ে এক গর্বিত আবহ তৈরি করে।

রেলিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেববর্মা, মন্ডল সহ-সভাপতি গোপাল দাস, সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা। রেলিটি লেম্বুছড়া গ্রামের অলিগলি ঘুরে বেরিয়ে যায়, যেখানে স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাঁদের দেশপ্রেমের পরিচয় দেন।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন,
“ভারতের বীর শহীদ জওয়ানদের স্মরণে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন। দেশের জন্য তাঁদের অসামান্য অবদানকে আমাদের প্রজন্ম যেন চিরদিন স্মরণ রাখে। গ্রামের মানুষদের বিপুল উৎসাহ এবং সক্রিয় অংশগ্রহণে পুরো রেলিটি দেশপ্রেমমূলক এক পরিবেশ সৃষ্টি করে। এই রেলির মাধ্যমে জাতীয় গর্ব, ঐক্য, এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মহৎ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর প্রতিটি জওয়ান, তাঁদের আত্মবলিদান ও সেবা যেন আমাদের অনুপ্রেরণার মূল স্তম্ভ হয় — এই বার্তাই ছিল রেলির কেন্দ্রবিন্দু।