নয়াদিল্লিতে নতুন সমীকরণ, বড় ধাক্কা খেল আপ, ১৩ কাউন্সিলর ইস্তফা দিয়ে ঘোষণা করলেন নতুন দল

নয়াদিল্লি, ১৭ মে : আম আদমি পার্টির জন্য বড় ধাক্কা দিল্লির রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করেছে। দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন ১৩ জন কাউন্সিলর। বিদ্রোহী এই নেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। নতুন ওই দলের নাম স্থির হয়েছে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। নতুন এই দলের নেতৃত্ব দেবেন মুকেশ গোয়েল। এমসিডি-তে আপ দলের ‘লিডার অফ হাউস’ ছিলেন।

নিজের সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে মুকেশ গোয়েল বলেন, “প্রায় ১৫ জন কাউন্সিলর আপের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন এবং একটি নতুন দল গঠন করেছেন – ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। আমরা ক্ষমতায় থাকলেও দিল্লির জনগণের জন্য কাজ করতে পারিনি। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আমরা কাজ করতে পারিনি।”

এই ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন সদ্যসমাপ্ত পুরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বড় জয় পেয়ে এমসিডি পুনর্দখল করেছে। আম আদমি পার্টি নির্বাচন বয়কট করেছিল। এর আগে চলতি বছরের শুরুতে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজিত হওয়ার পর থেকেই অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত হয়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ দল। এই ইস্তফা সেই সংকটকে আরও গভীর করে তুলেছে।

একই সঙ্গে ইস্তফা দেওয়া কাউন্সিলর অশোক পান্ডে বলেন, “আমরা এসেছিলাম ওয়ার্ডের উন্নয়নের কাজ করতে। কিন্তু কোনও কাজই হচ্ছিল না। ২.৫ বছর ধরে আমরা আপ-এ ছিলাম। আমাদের মূল সমস্যা ছিল, আমাদের কলোনি ছিল অননুমোদিত। ফলে ড্রেনেজ, আবর্জনা নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা দলের কাছ থেকে কোনও তহবিল পাইনি। সিনিয়র নেতৃত্বের সঙ্গে বহুবার যোগাযোগ করেও কোনও ফল হয়নি।”

আর এক বিদ্রোহী কাউন্সিলর হিমানি জৈন বলেন, “আমরা নতুন দল গঠন করেছি – ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। আমরা আপ থেকে ইস্তফা দিয়েছি। গত ২.৫ বছরে পুরসভায় যে কাজ হওয়া উচিত ছিল, তা হয়নি। আমরা ক্ষমতায় থেকেও কিছু করতে পারিনি। আমরা উন্নয়নের আদর্শে বিশ্বাসী। সেই কারণেই নতুন দল গঠন করেছি। দিল্লির উন্নয়নে যারা কাজ করবে, আমরা তাদেরই সমর্থন করব।”