সন্ত্রাসবাদ বিরোধী বার্তা নিয়ে বিভিন্ন দেশে যাবে ভারতের বহুদলীয় প্রতিনিধিদল

নয়া দিল্লি, ১৭ মে: পাকিস্তান দ্বারা পৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদকে আন্তর্জাতিক মঞ্চে প্রকাশ্যে আনার লক্ষ্যে ভারত সরকার চলতি মাসের শেষদিকে সাতটি বহুদলীয় প্রতিনিধিদলকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে পাঠাচ্ছে। এই কূটনৈতিক অভিযানের পেছনে ‘অপারেশন সিন্দুর’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সরকার জানিয়েছে, এই প্রতিনিধিদলগুলি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ বিশ্বের প্রধান অংশীদার দেশগুলির সফর করবে। এদের মূল উদ্দেশ্য হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি ও জাতীয় ঐকমত্যের বার্তা আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরা।
এই সাতটি প্রতিনিধিদলে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিজ্ঞ কূটনীতিকরা। প্রতিনিধিদলগুলির নেতৃত্বে রয়েছেন –কংগ্রেস সাংসদ শশী থারুর, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা, বিজেপি সাংসদ বৈজয়ন্তি পাণ্ডা, ডিএমকে সাংসদ কনিমোঝি করুণানিধি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডে।
সংসদীয় কার্যমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এই প্রতিনিধিদলগুলি দেশের সমবেত কণ্ঠস্বর বহন করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় ও অটল অবস্থান বিশ্বকে জানাবে। তিনি বলেন, “এটি একটি ঐক্যবদ্ধ ভারতের প্রতিচ্ছবি – যেখানে রাজনৈতিক মতভেদ পেছনে ফেলে, দেশ একসঙ্গে দাঁড়ায়।”