আগরতলা, ১৬ মে : অবৈধ সম্পর্কের জেরে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তের নাম নয়ন রঞ্জন সাহা , বাড়ি মেলাঘর এলাকায়। অভিযোগ পরস্ত্রীর সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলেছিল ওই যুবক। আজ দেখা করতে আসলে তাকে আটক করে উত্তম মধ্যম দেয় ওই গৃহবধূর স্বামী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সরস্বতী ভৌমিক ও নয়ন রঞ্জন সাহার। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল তারা। আজ সরস্বতী ভৌমিকের স্বামী সুব্রত দাস তার স্ত্রীকে আটক করতে না পারলেও এডিনগর মিলনচক্র এলাকায় প্রেমিককে আটক করে। হামলায় প্রেমিক-যুবক নয়ন সরকার অল্প বিস্তার আহত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে নয়ন রঞ্জন সাহা নামে ওই যুবক জানায় সে পেশায় মেডিসিন ব্যবসায়ী। ফেসবুকে প্রায় তিন বছর আগে সরস্বতী ভৌমিকের সঙ্গে তার পরিচয় ঘটে। সেই সূত্র ধরে একাধিকবার সরস্বতী ভৌমিকের সঙ্গে এসে দেখা করেছে। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠার কথাও সে স্বীকার করেছে। আজ দেখা করতে এসে মিলনচক্র এলাকায় সে গণরোষের মুখে পড়ে। তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ওই গৃহবধূর স্বামী। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

