দেশে প্রথমবার মাসিক ভিত্তিতে মাপা হলো বেকারত্বের হার, চাকরি পাওয়ার ক্ষেত্রে পুরুষদের ছাপিয়ে এগিয়ে মহিলারা

নতুন দিল্লি, ১৬ মে :ভারতে প্রথমবারের মতো মাসিক ভিত্তিতে বেকারত্বের হার পরিমাপ করা হয়েছে এবং এপ্রিল, ২০২৫-এ এই হার দাঁড়িয়েছে ৫.১ শতাংশ। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যান প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে।

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় দেশের শ্রমবাজারের বাস্তব সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে এই প্রথম মাসিক পর্যায়ক্রমিক শ্রম শক্তি সমীক্ষা চালু করেছে। এতদিন পর্যন্ত এই সমীক্ষা ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে প্রকাশিত হতো।

এপ্রিল মাসে সংগ্রহ করা সাম্প্রতিক তথ্যে দেখা গেছে পুরুষদের তুলনায় মহিলারা এগিয়ে রয়েছেন। পুরুষদের বেকারত্বের হার ছিল ৫.২%, যেখানে মহিলাদের বেকারত্বের হার ছিল ৫.০%। এই তথ্য ইঙ্গিত দেয় যে মহিলারা এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে পুরুষদের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছেন।

তাছাড়া, ১৫-২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৩.৮%।শহরাঞ্চলে এই হার আরও বেশি, ১৭.২%, আর গ্রামাঞ্চলে ছিল ১২.৩%। এই তথ্য সিডাব্লিউএস ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে, যেখানে সমীক্ষার তারিখের আগের সাত দিনের মধ্যে একজন ব্যক্তি কর্মরত ছিলেন কি না, তা বিবেচনা করা হয়।