পাটনা, ১৬ মে : চলতি বছরের শেষের দিকে নির্ধারিত বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে চারদিনের সরকারি সফরে রাজ্যে এসেছেন নির্বাচন কমিশনার ড. বিবেক জোশী। তাঁর সফর শুরু হয়েছে ১৫ মে থেকে।
শুক্রবার পাটনায় ড. জোশীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল, রাজ্য পুলিশের নোডাল অফিসার কুন্দন কৃষ্ণন, পাটনার পুলিশ মহাপরিদর্শক, পাটনার জেলা শাসক ও সিনিয়র পুলিশ সুপার, নির্বাচন দপ্তরের অতিরিক্ত সচিব এবং অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি, বিভিন্ন প্রশাসনিক বিভাগের মধ্যে সমন্বয়, ভোটার সহায়তা ব্যবস্থা জোরদার করা, ইভিএম-এর ফার্স্ট লেভেল চেকিং এবং প্রশিক্ষণ কার্যক্রম।
পাটনায় পৌঁছানোর পর মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল ড. জোশীকে স্বাগত জানান। সফরের অংশ হিসেবে তিনি নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখছেন — যেমন নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রে ভোটারদের জন্য সুযোগ-সুবিধা, ইভিএম-এর প্রথম পর্যায়ের যাচাই এবং ভোট গ্রহণকারীদের প্রশিক্ষণ।
ড. জোশীর কর্মসূচির মধ্যে জেলা পর্যায়ে মাঠপর্যায়ের পরিদর্শনও রয়েছে। তিনি পূর্ব চম্পারণের মোতিহারি এবং পশ্চিম চম্পারণের বেতিয়া সফরে যাবেন। সেখানে জেলা শাসক, পুলিশ সুপার, নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং বুথ স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন এবং ভোটকেন্দ্র ও ভোটার সেবা কেন্দ্রগুলির প্রস্তুতি খতিয়ে দেখবেন।
ভারতীয় নির্বাচন কমিশনের অধীনে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট-এর সহায়তায় রাজ্যজুড়ে বিভাগভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির লক্ষ্য হল ভোট গ্রহণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা।
বর্তমানে বিহারের ১৩টি জেলায় ইভিএম-এর ফার্স্ট লেভেল চেকিং চলছে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বচ্ছতা ও কারিগরি নিখুঁততা বজায় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। ড. জোশীর সফর নির্বাচন কমিশনের এই অঙ্গীকারকে প্রতিফলিত করে যে, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিনির্ভর এবং দুর্নীতি ও সহিংসতামুক্ত হয়।

