বিদ্যুৎ অফিসে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, শোকস্তব্ধ মধুবন ঝরঝরিয়া এলাকা

আগরতলা, ১৫ মে : বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত কোয়াটার থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল আমতলী থানার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকায়। মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ ভৌমিক (৩০)। স্থানীয়রা জানিয়েছে , বুধবার সন্ধ্যায় কোনো কারণে অভিমানে বাড়ি থেকে বেরিয়ে যায় ইন্দ্রজিৎ। তারপর থেকেই তার খোঁজে ব্যাকুল হয়ে ওঠেন পরিবার-পরিজন ও স্থানীয় বাসিন্দারা।
অবশেষে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশেই থাকা বিদ্যুৎ অফিসের পরিত্যক্ত কোয়াটারে ইন্দ্রজিতের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহ, পাঠানো হয় ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে।
পুলিশ জানিয়েছে, আপাতত এটি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ইন্দ্রজিতের এই আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ভেঙে পড়েছেন মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। একমাত্র পুত্রকে হারিয়ে নির্বাক পরিমল ভৌমিকের পরিবার। ঘটনার পর থেকে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।