পানীয় জলের দাবীতে জোলাইবাড়ী পুরাতন পেট্রোল পাম্পে বিক্ষোভ স্থানীয় যানচালকরা

আগরতলা, ১৪ মে : পেট্রোল পাম্পে জলের ব্যবস্থা থাকলেও ওই জল আয়রন যুক্ত বলে অভিযোগ স্থানীয় লোকজনদের। জল পান করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আজ বাধ্য হয়ে পানীয় জলের দাবীতে জোলাইবাড়ী পুরাতন পেট্রোল পাম্পে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় যানচালকরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী মোটরষ্টেন্ড সংলগ্ন এলাকায় অবস্থিত শুভ্রজিৎ পোদ্দারের পেট্রোল পাম্পে জলের ব্যবস্থা থাকলেও ওই জল আয়রন যুক্ত বলে অভিযোগ স্থানীয় লোকজনদের। প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে স্থানীয় লোকজন থেকে শুরু করে পাশ্ববর্তী দুইটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই পেট্রোল পাম্প থেকে ঠান্ডা জল সংগ্রহ করে নিয়ে যায়। কিন্তু দেখা যায় এই জল পান করে অনেকে অসুস্থ হয়ে পরছে। এই বিষয়ে স্থানীয় যানচালকরা পেট্রোল পাম্পের মালিককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। অবশেষে ছাত্র ছাত্রী ও স্থানীয় লোকজনদের রক্ষনার্থে পেট্রোল পাম্পের পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় যান চালকরা। সকলের দাবি পেট্রোল পাম্পে যেন বিশুদ্ব জল সরবরাহ করা হয়।

পেট্রোল পাম্পের জলে আয়রন যুক্ত হবার সত্যত্যা স্বীকার করেন পাম্পের দায়িত্বে থানা ম্যানেজার। তিনি জানান, এই পাম্পের মালিক শুভ্রজিৎ পোদ্দার ও সুব্রত পাল কর্মসূত্রে আগরতলায় থাকেন। তাঁরা আগরতলা থেকে এই পেট্রোল পাম্পটি পরিচালনা করছেন। এই জলের বিষয়ে পাম্পের মালিককে জানানোহ য়েছে বলে জানান ম্যানেজার।

স্থানীয় লোকজনেরা জানান, বর্তমান সময়ে জোলাইবাড়ীতে দুইটি পেট্রোল পাম্প রয়েছে। শুভ্রজিৎ পোদ্দারের পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রতিনিয়ত নানান অভিযোগ উঠে আসছে। অপর পেট্রোল পাম্পটি সর্বদা লোকজনদের সঠিকভাবে পরাষেবা প্রদান করে যাচ্ছে বলে জানান। পোদ্দারের পাম্পে আগত গ্রাহকরা প্রতিনিয়ত নানান সমস্যার সন্মুখিন হতে হয়। আজকের দিনেও পানীয় জল নিয়ে মালিকের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হতে হলো সকলকে। আজকের এই বিক্ষোভের কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন জোলাইবাড়ী ফাঁড়ী থানার ওসি খোকন চন্দ্র দাস। অবশেষে ওসির হস্তক্ষেপে সকলে বিক্ষোভ কর্মসূচী থেকে সরে আসেন তাঁরা।

সকলে জানান এই সমস্যার দ্রুততার সহিত সমাধান না করলে ও গ্রাহকদের এইভাবে হয়রানি করলে সকলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। এখন দেখার বিষয় এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *