আগরতলা, ১৪ মে : পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত হয়েছে বড় ভাই ও বৌদি। গতকাল গভীর রাতে মধুপুর থানাধীন পাথারিয়াদ্বার তাঁরকাটা বেড়া সংলগ্ন ১০২ নম্বর গেইট এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, রশিদ মিয়া ও তার স্ত্রী মিনা আক্তারের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে তারই ছোট ভাই সাজন মিয়ার। তাতেই গুরুতর আহত হয়েছেন রশিদ মিয়া ও তার স্ত্রী মিনা আক্তার। সাথে সাথে এলাকাবাসীরা পুলিশকে খবর দিয়েছেন। এদিকে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।