রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল গ্রামবাসী

আগরতলা, ১৩ মে: রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছে গ্রামবাসীরা। আজ খোয়াই-চাম্পাহাওর সড়কে পথ অবরোধে বসেন। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

উল্লেখ্য, খোয়াই-চাম্পাহাওর সড়কের রাস্তার বেহাল দশা। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপদজনক অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে। এই বর্ষাকালে বড় বড় গর্তে জল জমে আরও ভয়ানক অবস্থায় পরিণত হয়েছে রাস্তাটি। এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ে পক্ষ থেকেও রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নি।

ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রত্যেকদিন বিদ্যালয়ের এ রাস্তা ধরেই বিদ্যালয়ে যেতে হয়। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় যানচলাচলে সমস্যা রয়েছে। এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় চালকদের। তাই আজ বাধ্য হয়ে অবরোধে শামিল হয়েছেন তাঁরা। তাদের দাবি অতিসত্বর রাস্তাটি সংস্কার করা হোক। প্রায় দু’ঘণ্টা পথ অবরোধ করে রাখে গ্রামবাসী। ফলে উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি আশ্বস্ত করেন অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তারা।