আদমপুর বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রীর সফর, জওয়ানদের সাহসকে করলেন কুর্নিশ

আদমপুর , ১৩ মে — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি সফর করলেন এবং সেখানে মোতায়েন বীর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা করলেন। প্রধানমন্ত্রী তাঁদের শৌর্য ও সাহসের প্রশংসা করে মনোবল বাড়ানোর বার্তা দেন।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “সাহস, সংকল্প ও নির্ভয়ের প্রতীক জওয়ানদের মাঝে থাকা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখছে, ভারত তার প্রতি চিরঋণী থাকবে।”

প্রধানমন্ত্রীর এই সফর পহেলগাম জঙ্গি হামলার পর শুরু হওয়া ‘অপারেশন সিন্দূর’-এর সাফল্যের প্রেক্ষাপটে হয়েছে। এই অভিযানে ভারত পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবং ১০০-রও বেশি জঙ্গি নিকেশ হয়েছে।

গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে এবং ভারত কোনও পারমাণবিক হুমকিতে ভয় পায় না।”