নয়াদিল্লি, ১৩ মে — কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড আজ দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ফলাফলে দেখা গেছে, ছাত্রীদের ফলাফলে ছেলেদের তুলনায় আরও একবার এগিয়ে রয়েছে। এবারে ৯১ শতাংশেরও বেশি ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা ছেলেদের তুলনায় ৫.৯৫ শতাংশ বেশি।
বিশেষ উল্লেখযোগ্যভাবে, ট্রান্সজেন্ডার ছাত্রছাত্রীরা শতভাগ সাফল্য অর্জন করেছে। এবছর মোট ৮৮.৩৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা গত বছরের তুলনায় ০.৪১ শতাংশ বেশি। চলতি শিক্ষাবর্ষে মোট ১৬,৯২,৭৯৪ জন পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল।
ফলাফল পাওয়া যাচ্ছে নিচের ওয়েবসাইটগুলিতে: cbse.gov.in, results.nic.in, results.digilocker.gov.in। বোর্ড জানিয়েছে, ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ডিজিলকার এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কশিট ও অন্যান্য সার্টিফিকেট সহজেই পাওয়া যাবে।

