তেলেঙ্গানা, ১৩ মে — ৭২তম মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা বুদ্ধ পূর্ণিমার পবিত্র উপলক্ষে নাগার্জুন সাগরের বিখ্যাত ‘বুদ্ধবনম’ এলাকা পরিদর্শন করলেন। এই ঐতিহাসিক ও ধর্মীয় স্থানটি পরিদর্শন করেন এশিয়া ও মহাসাগরীয় অঞ্চলের প্রতিযোগীরা।
আয়োজকদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য ছিল তেলেঙ্গানার সমৃদ্ধ ইতিহাস ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে প্রতিযোগীদের অবহিত করা। বৌদ্ধ ধর্মের গভীর আধ্যাত্মিক বার্তা ও স্থাপত্যের সঙ্গে সংযোগ স্থাপন করাই ছিল এই পরিদর্শনের কেন্দ্রবিন্দু।
‘বুদ্ধবনম’ হল একটি সমন্বিত বৌদ্ধ সার্কিটের অংশ, যা গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষাকে তুলে ধরার লক্ষ্যে পরিকল্পিত। সফরের শুরুতে প্রতিযোগীরা ‘বুদ্ধচরিত বনম’ ঘুরে দেখেন, এরপর তাঁরা পরিদর্শন করেন বৌদ্ধ হেরিটেজ মিউজিয়াম।
এখানে বুদ্ধের জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ‘জাতক পার্ক’-এ তাঁর পূর্বজন্মের গল্পগুলি নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিযোগীরা ধ্যানের জন্য নির্মিত ‘ধ্যান বনম’ এবং বৌদ্ধ স্থাপত্যের অন্যতম নিদর্শন, বিশাল ‘মহাস্থূপ’ সহ ‘স্তূপ বনম’-ও ঘুরে দেখেন।

