বিশ্বনাথ পঞ্চায়েত নির্বাচন: জয়জয়কার বিজেপির, ১২টি জিলাপরিষদ আসনে সম্পূর্ণ দখল

বিশ্বনাথ, ১২ মে: সম্প্রতি অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে বিশ্বনাথ জেলায় বিজেপি ব্যাপক জয়লাভ করে, জেলাটিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। রবিবার শুরু হওয়া ভোটগণনা সোমবার পর্যন্ত চলতে থাকে, এবং ফলাফলে দেখা যায়, জেলায় স্থানীয় স্বশাসনের সব স্তরে বিজেপির বিপুল সাফল্য।
জিলাপরিষদ নির্বাচনে বিজেপি সবকটি ১২টি আসনেই জয় লাভ করে — যার মধ্যে ১১টি সরাসরি নির্বাচনে এবং একটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এর মাধ্যমে জেলাটির শীর্ষস্থানীয় গ্রামীণ প্রশাসনিক স্তরের পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে বিজেপির হাতে।
আঞ্চলিক পরিষদ স্তরেও বিজেপি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ৭৩টি আসনের মধ্যে ৩৬টি তারা সরাসরি নির্বাচনে এবং ২৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। অন্যদিকে কংগ্রেস মাত্র তিনটি আসনে ও অসম গণ পরিষদ চারটি আসনে জয় পায়। একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হন।
নবনির্বাচিত জিলাপরিষদ সদস্য গণেশ বাসওয়ার, যিনি ১১,৫৫৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন, বলেন, “এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সুশাসনের প্রতি জনগণের প্রতিক্রিয়া।”
তিনি জানান, প্রতি দুই মাসে একবার করে নিজের ওয়ার্ড পরিদর্শন করে জনগণের সমস্যার কথা শুনবেন। অপর বিজয়ী প্রার্থী প্রনোদীপ্ত রাজখোয়া, যিনি ১৩,৭৪৫ ভোটে এগিয়ে ছিলেন, বলেন, “জনগণ উন্নয়নের জন্য ভোট দিয়েছেন। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাঁদের সমস্যা অফিসে নয়, তাঁদের বাড়িতে গিয়ে শোনা হবে।”
ডিপালি দেবী, যিনি এবার নির্বাচিত হয়েছেন, জানান, “নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্তের জন্য আমি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগের ফলে আমরা রান্নাঘর থেকে বেরিয়ে এসে জনজীবনে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আমি কৃতজ্ঞ।”
এই ফলাফল বিশ্বনাথ জেলার তৃণমূল স্তরে বিজেপির নীতির প্রতি জনগণের সুস্পষ্ট সমর্থন প্রকাশ করে। প্রায় সব আসনে বিজেপি প্রার্থীদের জয়জনক হওয়া এটি প্রমাণ করে যে দলটি স্থানীয় স্তরে অত্যন্ত সংগঠিত এবং জনপ্রিয়।