ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প, কাশ্মীর নিয়ে করলেন বড় দাবি

ওয়াশিংটন, ১১ মে : ভারত ও পাকিস্তানের মধ্যে শনিবার, ১০ মে সংঘর্ষবিরতি নিয়ে যে ঐতিহাসিক সমঝোতা হয়েছে, তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি জানান, এই চুক্তি হওয়ায় তিনি খুশি এবং এই ঐতিহাসিক সিদ্ধান্তে আমেরিকার ভূমিকা রয়েছে বলেও দাবি করেন।

ট্রাম্প লেখেন, “ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে নিয়ে আমি গর্বিত। তারা বুদ্ধিমত্তা, সাহস ও নেতৃত্ব দিয়ে বুঝিয়েছেন—এখনই সময় উত্তেজনা থামানোর, যা না হলে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের মৃত্যু হতে পারত।” তিনি আরও লেখেন, “এই সাহসিক সিদ্ধান্ত তাঁদের ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।”

নিজের পোস্টে ট্রাম্প কাশ্মীর নিয়ে বড়সড় মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের সঙ্গে আমার এই বিষয়ে খুব বেশি কথা হয়নি, তবে আমি দুই দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে যাচ্ছি। পাশাপাশি, আমরা একসঙ্গে চেষ্টা করব যেন ‘হাজার বছরের’ পুরনো কাশ্মীর সমস্যা সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।” পোস্টের শেষে তিনি লেখেন, “এই অসাধারণ কাজের জন্য ভারত ও পাকিস্তানের নেতৃত্ব ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হোক।”

১০ মে সন্ধে ৫টা ৩৭ মিনিটে ট্রাম্প এক্স-এ প্রথম দাবি করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে সমঝোতা হয়েছে। এরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রী এবং ভারতের বিদেশ সচিব আনুষ্ঠানিকভাবে চুক্তির কথা জানান। তবে ভারত স্পষ্ট করে জানিয়ে দেয়, এই সমঝোতা সম্পূর্ণরূপে দুই দেশের মধ্যে আলোচনা থেকেই হয়েছে।

সূত্র জানাচ্ছে, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতীয় কর্তৃপক্ষকে ফোন করেন। সেই আলোচনার ভিত্তিতেই শান্তি আলোচনার সূচনা হয়, যা পরে সংঘর্ষবিরতিতে রূপ নেয়।

পহেলগাঁও হামলার পর থেকে শুরু হয়েছিল উত্তেজনা
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নেয়। ভারত, জবাবী পদক্ষেপ হিসেবে পাকিস্তানের ভিতরে জঙ্গি ঘাঁটিগুলিতে এয়ার স্ট্রাইক চালায়। সেই সময়েও ট্রাম্প ভারতের পাশে থাকার বার্তা দেন।

পাকিস্তান এর পাল্টা জবাবে সীমান্তে গুলি চালানো এবং ড্রোন হামলা শুরু করে, তবে ভারত প্রতিটি হামলার যোগ্য জবাব দিয়েছে বলে দাবি করেছে।