মুম্বই, ১০ মে — ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ঘোষণা হওয়া নতুন বলিউড ফিল্ম অপারেশন সিন্দুর নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ছবিটির সহ-পরিচালক উত্তম মহেশ্বরী এ নিয়ে জনসাধারণের কাছে খোলা চিঠি লিখে ক্ষমা চেয়েছেন।
নিখ্যাত প্রযোজনা সংস্থা নিক্কি-ভিকি ভগনানি ফিল্মস এর ব্যানারে নির্মিত হতে চলেছে এই ছবি, যার পরিচালনার দায়িত্বে রয়েছেন উত্তম মহেশ্বরী এবং নীতিন কুমার গুপ্তা। ছবিটি ৯ মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। কিন্তু, ছবির বিষয়বস্তু এবং সময় বেছে নেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন নির্মাতারা।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের লেখা একটি বিবৃতিতে উত্তম মহেশ্বরী লেখেন,“‘অপারেশন সিন্দুর’ নামে যে চলচ্চিত্রের ঘোষণা করা হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এই ছবি ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত।”
তিনি আরও বলেন, “আমি কোনওরকমে কারও অনুভূতিতে আঘাত দিতে চাইনি। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমাদের জওয়ানদের সাহসিকতা ও ত্যাগ দেখে আমি অভিভূত। আমার উদ্দেশ্য এই শক্তিশালী কাহিনি জনসমক্ষে তুলে ধরা — খ্যাতি বা অর্থের জন্য নয়, বরং দেশের প্রতি গভীর শ্রদ্ধা থেকে।”
তিনি এও স্বীকার করেন যে সময়ের সংবেদনশীলতা অনেকে ভিন্নভাবে নিতে পারেন এবং সে কারণেই কেউ কষ্ট পেলে তিনি দুঃখিত। “এই ছবি শুধুই সিনেমা নয়, এটি একটি আবেগ, যা আমাদের দেশের সামাজিক চিত্র গোটা বিশ্বের সামনে উপস্থাপন করবে,” বলেন উত্তম।
তিনি ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকাকেও কৃতজ্ঞতাসূচকভাবে স্মরণ করেন এবং বলেন,“আমাদের সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশকে সামনে রাখেন—‘দেশ প্রথম’। তাঁদের জন্যই আমরা গর্বিত।”
পরিশেষে, উত্তম মহেশ্বরী শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান এবং তাঁদের পরিবারদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা জানান।

