যুদ্ধ আবহে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও জোরদার করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১০ মে: ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে নিরাপত্তা এজেন্সির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতে কেন্দ্র সরকারের দেখানো রাস্তায় চলছে রাজ্য সরকার।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, যুদ্ধ আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রীর দেখানো দিক নির্দেশেই চলছে রাজ্য সরকার। আপাতত ত্রিপুরায় এখনো পর্যন্ত কেনো সমস্যা দেখা যায়নি। তারপরও যুদ্ধ আবহে নিরাপত্তা এজেন্সির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।