ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে অমৃতসরে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

অমৃতসর, ১০ মে: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে পাঞ্জাবের অমৃতসর জেলায় ড্রোন বা যেকোনো ধরনের মানববিহীন উড়ন্ত যান ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

জেলা ম্যাজিস্ট্রেট সাক্ষী সাওয়নির স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, অমৃতসর জেলার আওতাধীন এলাকায় ড্রোনের ব্যবহার জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, “বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, কিছু অসামাজিক ও দুষ্কৃতিকারী ব্যক্তি নজরদারি, চোরাচালান, সংবেদনশীল স্থাপনাগুলোর ছবি তোলা কিংবা জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো কাজে এই মানববিহীন উড়ন্ত যান-এর অপব্যবহার করতে পারে।”

এই পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্দেশ অনুযায়ী, অমৃতসর জেলার পূর্ণ সীমার মধ্যে যেকোনো আকার বা ধরনের ড্রোন উড়ানো, পরিচালনা করা বা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

তবে সরকারি কর্তব্যে নিযুক্ত আইন প্রয়োগকারী সংস্থা, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সরকারি সংস্থার পরিচালিত ড্রোন, অথবা জেলা ম্যাজিস্ট্রেট বা প্রশাসনের অনুমোদিত কর্মকর্তার পূর্ব লিখিত অনুমতি নেওয়া ড্রোন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

নিষেধাজ্ঞা অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩ ও অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।