গুয়াহাটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যাত্রীদের জন্য অপেক্ষার সময় বাড়তে পারে

গুয়াহাটি, ১০ মে: উত্তর-পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে উন্নততর নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে চালু রয়েছে। শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদেরকে নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বাড়তি নিরাপত্তা পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়ার জন্য অপেক্ষার সময় বেড়ে যেতে পারে।
আদানি গ্রুপ পরিচালিত এই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “বিমানবন্দর সম্পূর্ণরূপে চালু রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার উন্নত করার কারণে যাত্রীদের অপেক্ষা কিছুটা দীর্ঘ হতে পারে। সকল যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন আগে থেকেই পরিকল্পনা করে এবং তাদের নির্ধারিত এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখেন।”
বিমানবন্দর কর্তৃপক্ষ একটি ‘ডুজ অ্যান্ড ডোন্টস’ তালিকাও প্রকাশ করেছে যেটিতে যাত্রীদের যথাসময়ে পৌঁছনো, নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করা এবং কোনও প্রকার নিষিদ্ধ বা সীমিত সামগ্রী না নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, গুয়াহাটি বিমানবন্দরের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির সঙ্গে সংযুক্ত থাকতে এবং যাচাই না করা তথ্য শেয়ার না করার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।
এই সতর্কতা এমন এক সময়ে জারি করা হয়েছে যখন দেশের উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর আগামী ১৪ মে পর্যন্ত সব রকমের নাগরিক বিমান চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের শনিবার সকালের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই স্থগিতাদেশ ১৫ মে, ২০২৫ সকাল ৫:২৯ IST পর্যন্ত কার্যকর থাকবে। বন্ধ থাকা বিমানবন্দরের মধ্যে রয়েছে: অদমপুর, অম্বালা, অমৃতসর, আওয়ান্টিপুর, ভাটিন্ডা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন, জয়সলমের, জম্মু, জামনগর, জোধপুর, কাণ্ডলা, কাংগ্রা (গগগাল), কেশোড, কিশনগড়, কুল্লু-মানালি (ভুন্টার), লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসর), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোইসে ও উত্তরলাই।
এছাড়াও, দিল্লি ও মুম্বই ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন (FIR)-এর আওতাধীন ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুট সেগমেন্টও ‘অপারেশনাল কারণে’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।