নয়াদিল্লি, ৪ মে: ১৯৮৪ সালের শিখ দাঙ্গা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এক মন্তব্য ফের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে ছাত্রদের সঙ্গে কথোপকথনের সময়, এক শিখ ছাত্রের প্রশ্নের উত্তরে রাহুল বলেন— “১৯৮০-এর দশকে যা হয়েছিল, তা ভুল ছিল।”
ইভেন্ট চলাকালীন এক শিখ ছাত্র কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, “আপনি বলেন রাজনীতি নির্ভীক হওয়া উচিত, কিন্তু কংগ্রেসের শাসনকালে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা শুধু কড়া বা পাগড়ি পরে থাকতে চাই না, আমাদের কথা বলার অধিকার চাই।” তিনি অভিযোগ করেন, কংগ্রেস শিখ সম্প্রদায়ের কণ্ঠস্বরকে উপেক্ষা করেছে এবং সাজ্জন কুমারের মতো ১৯৮৪-র দাঙ্গার অভিযুক্তদের রক্ষা করেছে।
রাহুল গান্ধী বলেন, তিনি তখন কংগ্রেসের নেতৃত্বে ছিলেন না, তবুও অতীতের ভুলের দায় স্বীকারে তিনি প্রস্তুত। তিনি জানান, “আমি বহুবার প্রকাশ্যে বলেছি, ৮০–এর দশকে যা হয়েছিল তা ভুল ছিল। আমি স্বর্ণমন্দির বহুবার গিয়েছি। ভারতে শিখ সম্প্রদায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।”
রাহুল গান্ধীর এই বক্তব্য সামনে আসতেই বিজেপি পাল্টা আক্রমণে নেমেছে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় রাহুলের ভিডিও শেয়ার করে লেখেন, “এক শিখ ছাত্র তাঁকে মনে করিয়ে দিল, কংগ্রেস শিখদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। শুধু ভারতেই নয়, এবার আন্তর্জাতিক মঞ্চেও রাহুল গান্ধীকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।”

