নয়াদিল্লি, ৪ মে: ইসরায়েলের তেল আবিব বিমানবন্দরের নিকট হুথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে দিল্লি থেকে তেল আবিবগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI139-কে আবু ধাবিতে ডাইভার্ট করা হয়েছে। এই হামলার ঘটনা ফ্লাইটের তেল আবিবে অবতরণের প্রায় এক ঘণ্টা আগে ঘটে, যা গোটা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করেছে।
ফ্লাইটরাডার২৪.কম অনুযায়ী, হামলার সময় উক্ত বিমানটি জর্ডানের আকাশসীমায় ছিল। নিরাপত্তার কারণে বিমানটি অবিলম্বে আবু ধাবির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমান সংস্থার পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও এয়ার ইন্ডিয়া এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট অনুযায়ী, তেল আবিব থেকে দিল্লিগামী ৫ ও ৬ মে’র ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা অথবা রিফান্ডের ব্যাপারে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি মিসাইল তেল আবিব বিমানবন্দরের কাছে আঘাত হানে, যার ফলে অস্থায়ীভাবে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হামলার পর কুয়াশার মতো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। যাত্রীরা ভয়ে দৌঁড়ে পালাতে থাকেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলায় চারজন সামান্য আহত হয়েছেন।
হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা এই হামলায় একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। গাজা যুদ্ধকালীন ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের উপর এই হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “যে আমাদের ক্ষতি করবে, আমরা তাকে সাত গুণ ক্ষতি করব।” তিনি হুথিদের এই হামলার কড়া নিন্দা করে বলেন, ইসরায়েল এর উপযুক্ত জবাব দেবে।

