হারিয়ে যাওয়া ১১ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

বিলোনিয়া, ৩ মে:- মানুষকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানুষের হারিয়ে যাওয়া জিনিসগুলিও উদ্ধার করে দিচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। দক্ষিণ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আইপিএস মৌরিয়া কৃষ্ণ সি বিভিন্ন ক্ষেত্রে নড়েচড়ে বসেছে দক্ষিণ জেলার পুলিশ।

গত কিছু দিনে দক্ষিণ জেলার বিভিন্ন থানা এলাকায় মানুষের হারিয়ে যাওয়া ১১ টি মোবাইল উদ্ধার করে আজ মোবাইল মালিকদের হাতে মোবাইলগুলি তুলে দেয় দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য পুলিশ আধিকারিকগন। হারিয়ে যাওয়া মোবাইল গুলি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মোবাইলের মালিকরা। অতি দ্রুত মোবাইল গুলি উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকের হাতে তুলে দেওয়ায় দক্ষিণ জেলার পুলিশ সুপার সহ পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন হারিয়ে যাওয়া মোবাইল মালিকরা। এই বিষয়ে দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি জানান মানুষের হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধারের জন্য নির্দিষ্ট ধরনের একটি ফর্ম ফিলাপ করে সংশ্লিষ্ট থানায় জমা দিলে মোবাইল গুলি উদ্ধার করার জন্য পুলিশ কাজ শুরু করবে। আর এই ফর্ম সংশ্লিষ্ট থানাতে পাওয়া যাবে।

তিনি জানান মোবাইলগুলি হারিয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে থানাকে নির্দিষ্ট ফর্মে বিস্তারিত তথ্য ফিলাপ করে জমা দিলেই তা দক্ষিণ জেলার সাইবার সেলে আসবে এবং তা পাওয়ার পর পুলিশ তাদের পদ্ধতি অনুসারে কাজ শুরু করবে এবং দ্রুত মোবাইল ফোনটি উদ্ধার করার জন্য কাজ চালিয়ে যাবে।