কৈলাসহরের রেল, বিমানবন্দর চালু ও ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ কংগ্রেস

আগরতলা, ৩ মে: কৈলাসহরের রেল, বিমানবন্দর চালু ও ভিলেজ কাউন্সিল নির্বাচন করার দাবিতে ধর্মনগর- কৈলাসহর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সামিল হয়েছে কংগ্রেস। এর ফলে রাস্তার দু’ধারে বিশাল সংখ্যায় যানবাহন আটকে পরে। অল্প কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর কংগ্রেস দলের নেতৃবৃন্দরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়।

আজ কৈলাসহর চিনি বাগান এলাকায় কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে প্রায় হাজার খানের আদিবাসী কংগ্রেসদের নিয়ে এক দিনের সম্মেলন কনভেনশন অনুষ্ঠিত হয়। উপজাতি কংগ্রেসদের নিয়ে আলাপ আলোচনা করেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতি কৈলাশহরের বিধায়ক বিরোজিৎ সিনহা, কৈলা শহর জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান। আদিবাসী কংগ্রেস নেতা বিব্রধর ত্রিপুরা। বীরেন্দ্র দেববর্মা, রাম বাহাদুর সিং, জয়নাল হালাম, টিংকুমা ডারর্লিং, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, ধর্মনগর জেলা কংগ্রেস নেতা কেবল নন্দী, কংগ্রেস নেতা সৌমিত্র বিশ্বাস, সহ উপজাতি কংগ্রেস নেতারা এবং কর্মীরা।

এদিন মূলত সংবিধান বাঁচাও এই দাবি নিয়ে চিনি বাগানে প্রায় তিন ঘন্টা সভা চলে। বিধায়ক বিরজীৎ সিনহার নেতৃত্বে কৈলাশহর ধর্মনগর চিনি বাগান এলাকায় প্রায় ২০ মিনিট জাতীয় সড়কে অবরোধ করেন এবং ধর্ণা মূলত দাবি ছিল কৈলাশহর বিমানবন্দর চালু, প্রতিটি জেলার সঙ্গে কৈলাশহরে , কৈলাসহর বিমানবন্দর চালু এবং অতিসত্বর এডিসি ভিলেজে নির্বাচন করা হোক।