ড. বিআর আম্বেদকরকে অপমানের অভিযোগে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে বিজেপির তীব্র সমালোচনা

নয়াদিল্লি, ৩০ এপ্রিল: ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আজ সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে ড. ভীমরাও আম্বেডকরকে ‘অপমান’ করার অভিযোগে তীব্র সমালোচনা করেছে। কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, সমাজবাদী পার্টির এক পোস্টারে অখিলেশ যাদব ও ড. আম্বেডকরের মুখের অর্ধেক অর্ধেক মিলিয়ে একটি ছবি প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং এটি বাবাসাহেবের অবমাননার শামিল।

মন্ত্রী মেঘওয়াল জানান, এই ধরনের পোস্টার শুধুমাত্র রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে এবং এর মাধ্যমে সপা দলিত সমাজের মানুষের ভোট পাওয়ার চেষ্টা করছে। বিজেপি এই ধরনের রাজনৈতিক কৌশলের কঠোর বিরোধিতা করেছে।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের সাধারণ নির্বাচন এবং ১৯৫৩ সালের উপ-নির্বাচনে ড. আম্বেডকরের পরাজয়ের জন্য মূলত কংগ্রেস দায়ী ছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, আজ যখন সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে, তখন কীভাবে দলিত সমাজ অখিলেশ যাদবকে সমর্থন করতে পারে?

অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গে বিরোধীদের পক্ষ থেকে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবিকে কেন্দ্র করে মেঘওয়াল জানান, সরকার ইতিমধ্যেই এ বিষয়ে বিরোধীদের চিঠি পেয়েছে। বিষয়টি নিয়ে সংসদের মন্ত্রিসভা সম্পর্কিত কমিটিতে আলোচনা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে পহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন।