নয়াদিল্লি, ৩০ এপ্রিল : ভারতের রাষ্ট্রপতি সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতাবলে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গবাই-কে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিচারপতি গবাই আগামী ১৪ মে ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
২৪ নভেম্বর ১৯৬০ সালে মহারাষ্ট্রের আমরাবতীতে জন্মগ্রহণ করেন ভূষণ রামকৃষ্ণ গবাই। ১৬ মার্চ ১৯৮৫ সালে আইনজীবী হিসেবে তিনি নিজের পেশাগত জীবন শুরু করেন। শুরুতে তিনি প্রয়াত ব্যারিস্টার রাজা এস. ভোঁসলে-র সঙ্গে কাজ করেন এবং পরে স্বতন্ত্রভাবে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে চর্চা চালিয়ে যান।
তিনি সাংবিধানিক ও প্রশাসনিক আইন সহ বহু বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। নাগপুর এবং আমরাবতী পুরসভা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সরকার-নিয়ন্ত্রিত সংস্থা ও কর্পোরেশনের হয়ে নিয়মিত আদালতে সওয়াল করেছেন। ১৪ নভেম্বর ২০০৩ সালে তিনি বম্বে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ হন। ১২ নভেম্বর ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে পদোন্নতি এবং ২৪ মে ২০১৯ সালে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ হন।
তিনি মুম্বই, নাগপুর, ঔরঙ্গাবাদ ও পানাজির বেঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে নেতৃত্ব দিয়েছেন। গত ছয় বছরে, বিচারপতি গবাই প্রায় ৭০০-র বেশি বেঞ্চে ছিলেন এবং প্রায় ৩০০ রায় প্রদান করেছেন, যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সংবিধানিক বেঞ্চের রায় রয়েছে। এই রায়গুলি নাগরিকদের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনি সুরক্ষা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি উলানবাটার (মঙ্গোলিয়া), নিউ ইয়র্ক (যুক্তরাষ্ট্র), কার্ডিফ (যুক্তরাজ্য) ও নাইরোবি (কেনিয়া)-সহ একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংবিধানিক ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে বক্তৃতা দিয়েছেন। নতুন প্রধান বিচারপতি ২৩ নভেম্বর ২০২৫ তারিখে অবসর নেবেন। বিচারপতি গবাই-এর নিযুক্তিকে দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

