বিজয়ওয়াড়া, ৩০ এপ্রিল : অন্ধ্রপ্রদেশ কংগ্রেস সভানেত্রী ওয়াই. এস. শর্মিলা-কে আজ সকালে পুলিশ গৃহবন্দি করেছে। তিনি অমরাবতীর উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে বাধা দিয়েছে।
শর্মিলা আজ উদ্দন্ডারায়ুণিপালেম যেতে চেয়েছিলেন যেখানে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী অমরাবতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, এই সফরের কোনও পূর্বানুমতি নেই, তাই তিনি বাড়ি থেকে বেরোতে পারবেন না।
শর্মিলা পুলিশের এই পদক্ষেপে তীব্র আপত্তি জানিয়ে বলেন, তিনি শুধু কংগ্রেস কার্যালয়ে যাচ্ছিলেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু-র উদ্দেশ্যে এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী গারু, আমাকে বিজয়ওয়াড়ার ভিলাতে গৃহবন্দি করা হয়েছে কেন? আমি কি শুধুই অফিসে যাচ্ছিলাম বলে অপরাধী? কংগ্রেস কার্যালয়ে যাওয়া কি এখন অপরাধ হয়ে গেছে?
তিনি আরও লেখেন, আপনার সরকার কীসের ভয় পাচ্ছে? কেন আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? শর্মিলা বলেন, কংগ্রেস দল মাত্র দুদিন আগে ‘অমরাবতী ক্যাপিটাল কমিটি’ গঠন করেছে এবং তাতে সরকার ইতিমধ্যেই আতঙ্কে আছে। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদীর অমরাবতী সফর উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণ করতেই তিনি অফিসে যাচ্ছিলেন।

