ভিসা বাতিল হওয়ায় আটারি সীমান্তে ভিড় পাকিস্তানি নাগরিকদের, ফিরছেন দেশে

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : পহেলগাম হামলার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের ভিসায় স্থগিতাদেশ ঘোষণা করেছে। ফলে, এ-দেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা দেশে ফিরছেন। মঙ্গলবার সকাল থেকেই অমৃতসরের আটারি-ওয়াঘা সীমান্তে ভিড় করেন বহু পাকিস্তানি নাগরিক। ভারত সরকারের ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময়সীমার আগেই দেশে ফেরার জন্য তাঁরা তত্পর হয়েছেন।

আঁটোসাঁটো নিরাপত্তাব্যবস্থার মধ্যে সীমান্তে বিএসএফ জওয়ানরা পাকিস্তানি নাগরিকদের পাসপোর্ট যাচাই করছেন। ব্যারিকেড পেরিয়ে যানবাহনগুলোকে অভিবাসন প্রক্রিয়া শেষে পাকিস্তানের দিকে যেতে অনুমতি দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে ভারতে বসবাসরত অনেকেই এই হঠাৎ ফেরত যাওয়ার সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেন।

পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন বসবাসের উদ্দেশ্যে — এমনই একজন বলেন, আমি ভারতে স্থায়ী বাসিন্দা হতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। বাধ্য হয়েই ফিরতে হচ্ছে। সন্ত্রাসীরা যা করেছে, নিরীহ মানুষকে মেরে ফেলা—তা একেবারেই অন্যায়।

একই সঙ্গে সীমান্তে দাঁড়িয়ে কান্নাজড়ানো কণ্ঠে নিজের অভিজ্ঞতা ভাগ করেছেন জনৈক ভারতীয় নাগরিক। তাঁর মেয়ে এক বছর আগে পাকিস্তানে বিয়ে করেছেন। আমি সীমান্তে অপেক্ষা করছি, আমার মেয়ে পাকিস্তান থেকে আসছে। আমরা ওর বিয়েতে গিয়েছিলাম। পহেলগামে যা হয়েছে তা ভয়াবহ। সেই নিরীহ মানুষগুলোর কী দোষ ছিল? প্রশ্ন এবং ক্ষোভ ছিল তাঁর কন্ঠে।

ধর্মীয় কাজে ভারতে আসা এক ব্যক্তি জানান, আমি এখানে অস্থি বিসর্জনের জন্য এসেছিলাম। এখন বাধ্য হয়েই ফিরতে হচ্ছে। একই রকম মন্তব্য করেন পাকিস্তান থেকে আত্মীয়দের সাথে দেখা করতে আসা অপর এক ব্যক্তিও। তিনি বলেন, শুধু আত্মীয়দের দেখতে এসেছিলাম। এখন ফিরে যেতে হবে।

প্রসঙ্গত, সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের মধ্যেই, আক্রমণের প্রভাব এখন সাধারণ মানুষের ওপর পড়তে শুরু করেছে। সরকার ঘোষিত সময়সীমার আগে একে একে দেশ ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা।