আগরতলা, ২৯ এপ্রিল: কর্মসংস্থান, দুর্নীতি ও জঙ্গলের রাজত্বের অবসান এবং নেশা ও নেশা কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে শহরে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ আই। এদিন আগরতলা, দক্ষিণ আগরতলা, পূর্ব আগরতলা এবং মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে নেতাজি চৌমুনী এলাকা থেকে এই মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মী বলেন, রাজ্যে শাসন তলানিতে ঠেকেছে। আইনের শাসন বলতে কিছুই নেই। তাছাড়া, রাজ্যে বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। কাজের সন্ধানে দিশেহারা হয়ে ঘুরছেন যুবক যুবতীরা। এদিকে, প্রতিদিন মহাকরণে বসে মন্ত্রীরা যুবক যুবতীদের সাথে প্রতারণা করছেন। ২০১৮ সালে বিজেপি সরকার দেওয়া একটিও প্রতিশ্রুতি পালন করছেন না। জনগণ যখন বুঝতে পেরেছেন বিজেপি সরকার ফাঁদে পা দেওয়া উচিত নয়। তাই বামপন্থী যুব সংগঠন সমাজ পরিবর্তনের লড়াই শুরু করেছে।
এদিন তিনি আরও বলেন, নেশার সাম্রাজ্যে পরিনত হয়েছে ত্রিপুরা। কিন্তু এর বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

