পহেলগামে নৃশংস জঙ্গি হামলা : প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ৩০ এপ্রিল নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির হবে বৈঠক

অভিজিৎ রায় চৌধুরী।। নয়াদিল্লি, ২৯ এপ্রিল : পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের অধিকাংশই পর্যটক। সেই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ৩০ এপ্রিল নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (CCS) বৈঠকে সভাপতিত্ব করবেন। এটি হবে পহেলগাম হামলার পর দ্বিতীয়বারের মতো উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক।

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রতিবেশী পাকিস্তান “যুদ্ধ ঘোষণার সমান” বলে অভিহিত করেছে। সেই সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করা, পাকিস্তান-ভিত্তিক কিছু ইউটিউব চ্যানেল ও এক্স অ্যাকাউন্ট ব্লক করাসহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর — এই চারজনও CCS-এর স্থায়ী সদস্য এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন। এই নিরাপত্তা কমিটির বৈঠকের পর অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির (CCEA) বৈঠক।

পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এর মধ্যে রয়েছে — সিন্ধু জলচুক্তি স্থগিত, ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নমুখী করা এবং ১২টি ভিসা বিভাগের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার মতো বড় সিদ্ধান্ত।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে ভারতের ভবিষ্যৎ প্রতিরক্ষা ও কূটনৈতিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।