প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার উদয়পুর মহারানীর সামিদ মিয়া

মেলাঘর, ২৮ এপ্রিল: প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার করা হলো উদয়পুর মহারানীর সামিদ মিয়াকে। রবিবার রাতে তাকে মেলাঘরের তেলকাজলা এলাকা থেকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সামিদ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশালীন মন্তব্য পোস্ট করেন, যা দ্রুত নজরে আসে প্রশাসনের। এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, সামিদ মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন এবং পুলিশ জনগণকে সামাজিক মাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে।