পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলা, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের মৌন মিছিল কংগ্রেসের

আগরতলা, ২৫ এপ্রিল: জম্মু কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলার বিরুদ্ধে প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের রাজপথে কংগ্রেসের মৌন মিছিল বের করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের এক কমী বলেন, গত ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছে। তাই আজ সদর জেলা কংগ্রেসের তরফ থেকে নিহতদেট শ্রদ্ধাঞ্জলী জানিয়ে শহরে মৌন মিছিল বের করা হয়েছে। পাশাপাশি, গুরুতর আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এদিন তিনি অভিযোগ করেন, ওই ঘটনাকে ঘিরে গোটা দেশ শোকাহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো হেলদোল নেই। তিনি এই শোকাহত পরিবেশে বিহারে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন। সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে রাজনীতি করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। তারপরও গতকাল প্রধানমন্ত্রীর বিহারের নির্বাচনী প্রচার নিয়ে প্রশ্ন উঠেছে।