বিতর্কিত মন্তব্যে রাহুলকে ধমক সুপ্রিম কোর্টের, সতর্কও করে দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ধমক দিল সুপ্রিম কোর্ট। ধমক দেওয়ার পাশাপাশি বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য তাঁকে সতর্কও করে দেওয়া হয়েছে। বিনায়ক দামোদর সাভারকার সংক্রান্ত মানহানি মামলায় উত্তর প্রদেশের একটি নিম্ন আদালত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে সমন জারি করেছিল।

নিম্ন আদালতের সমনকে চ্যালেঞ্জ জানিয়ে রাহুল গান্ধী এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু গত ৪ এপ্রিল এলাহাবাদ হাইকোর্টও রাহুলের আবেদন খারিজ করে দেয়। এরপরই এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। শুক্রবার রাহুল গান্ধীর আবেদনের শুনানিতে, লোকসভার বিরোধী দলনেতাকে রীতিমতো ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট। ভবিষ্যতে এই ধরনের মন্তব্য না করার জন্য রাহুলকে সতর্ক করেছে সর্বোচ্চ আদালত, অন্যথায় তাকে পরিণতি ভোগ করতে হবে। এছাড়াও এলাহাবাদ হাইকোর্টের আদেশও স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।