অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চোরের থাবা

আগরতলা, ২৪ এপ্রিল: রাতের আঁধারে মেলাঘর পৌরসভার ইন্দিরা নগর সাত নং ওয়ার্ডের ইন্দিরা নগর দক্ষিণ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে রান্নার সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী চুরি করে পালিয়েছে। ওই ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে মেলাঘর পৌরসভার ইন্দিরা নগর সাত নং ওয়ার্ডের ইন্দিরা নগর দক্ষিণ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চোরের দল হানা দিয়েছে। আজ সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দিদিমণি দেখতে পান দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। ঘরে প্রবেশ করে দেখতে পায় সবকিছু এলোমেলো অবস্থা রয়েছে। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। চোরের দল হানা দিয়ে আলমিরা ভেঙ্গে স্কুলের জিনিসপত্র, সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।